“ভুল বারান্দা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সকালে কোন মতে ঘুম থেকে উঠি। কোনদিন মােবাইল নিতে ভুলে যাই, কোনদিন মানিব্যাগ। কিন্তু গলির মাথায় গিয়ে মােড় ঘােরার আগে পেছনে তাকাতে ভুলি না। এই পেছনে তাকানােটাই হলাে। সংসার আর তােমার বারান্দায় দাঁড়িয়ে থাকাটা সংসারের কন্ট্রিবিউশন। প্রতিদিন হাজারাে যায়গায়, হাজারাে মানুষের সাথে থাকি, তবু দিনশেষে একটা যায়গায় ফিরতে তারাহুড়া করি। এই তারাহুড়াটাই সংসার। আর ১৪৬ নাম্বার বাসায় ফেরার তাড়াহুরাটা যে তাড়না থেকে আসে, সেটা তােমার কন্ট্রিবিউশন। ঘুমের মাঝেও তােমার সাথে কথা বলি। নিজের কথা বলার শব্দে গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়। যে সুখকল্পনায় বাকি রাত নিঘুম কাটে সেটাই সংসার। আর তুমি পাশে না থাকার যে হাহাকার সারাক্ষণ। বুকে চেপে থাকে সেটা তােমার কন্ট্রিবিউশন।