কাহিনী সংক্ষেপ: হাসপাতালে ভর্তির কথা বলে ইকরাম তার বৃদ্ধা মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। এরপর একদিন নিজের ভুল বুঝতে পেরে সে ফিরিয়ে আনতে যায় মাকে। কিন্তু পায় না। কেউ একজন নিয়ে গেছে তাকে। কে সে? একদিন ইকরামের নামে একটি চিঠি আসে। সে জানতে পারে কেউ একজন ভালোবাসে তার স্ত্রীকে। সন্দেহের আগুনে দগ্ধ হতে থাকে ইকরাম। তবু সে মাকে খুঁজতে ভোলে না। কিন্তু মা কি স্মরণ করেন তাকে? কেন তিনি গভীররাতে ছুটে যান দারোয়ানের কাছে? একদিন ইকরামের সামনে এসে দাঁড়ায় অপরিচিত একজন। ভয়ঙ্কর একটি খবর দেয় মার সম্পর্কে। কী সেই খবর? কেন সেই খবর শুনে ঝড়ের গতিতে ছুটে যায় ইকরাম?