নাম্বার থেকে ফোন করে দারোগাকে জানানো হয় এক পুলিশ-সদস্যের খুন হওয়ার খবর। তবে দারোগা স্পটে যান না। স্পটে যায় তার ছেলে রোহান। কিন্তু সে আর ফিরে আসে না। রোহানকে অপহরণের দায়ে গ্রেফতার করা হয় তার বন্ধু প্রদীপকে। সত্যিই কি প্রদীপ অপহরণকারী? অপহরণকারী না হলে সে কেন পালাবে থানা থেকে? আবার ফোন আসে দারোগার কাছে। জানানো হয়, যদি তিনি অপহরণকারীদের হাতে ধরা দেন, তাহলে ছেড়ে দেওয়া হবে রোহানকে। এখন কী করবেন দারোগা? নিজের জীবন বাঁচাবেন, নাকি ছেলের জীবন? শেষ পর্যন্ত উদ্ধার করা হয় কার লাশ?