“বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বহুমাত্রিক বিশ্লেষণ” বইটির সম্পর্কে কিছু কথা:
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমােরিয়াল ট্রাস্ট’-এর উদ্যোগে ২০০৪ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের প্রথমার্ধে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর সেমিনারের আয়ােজন করা হচ্ছে। এই সেমিনারে প্রতিবছর একজন বিশিষ্ট চিন্তাবিদ লিখিতভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেই প্রবন্ধের ওপর দুতিনজন আলােচক লিখিত বা মৌখিকভাবে তাঁদের বক্তব্য পেশ করে থাকেন। সেমিনারসমূহে সভাপতিত্ব করেছেন ট্রাস্টের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, কোনাে কোনাে বছরে তিনি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, কখনাে-বা বিরােধী দলের মাননীয় নেত্রী। সেমিনারসমূহে স্বাগত ভাষণ প্রদান করেছেন ট্রাস্টের সদস্য-সচিব শেখ হাফিজুর রহমান।
এ পর্যন্ত মােট ১৪টি সেমিনারে ১৪টি মূল প্রবন্ধ পঠিত হয়েছে। সেইসব প্রবন্ধ, মাননীয় সভাপতির ভাষণ, স্বাগত বক্তব্য ও আলােচকদের আলােচনা নিয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : বহুমাত্রিক বিশ্লেষণ’ শীর্ষক গ্রন্থটি প্রকাশিত হলাে। ইতিহাসবিদ ড. জ্যাকব এফ. ফিল্ড (Jacob F. Field) কর্তৃক সম্পাদিত এবং লন্ডনের Michael O’Mara Books Limited প্রকাশনার পক্ষ থেকে ২০১৩ সালে বের হয়েছে ‘We shall Fight on the Beaches : The Speeches that Inspired History’ 15€ আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রকাশনা। বইটিতে সংকলিত আড়াই হাজার বছরের ৪১টি ইতিহাসসৃষ্টিকারী ভাষণের একটি হিসেবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হওয়ায় আমরা গর্বিত। বর্তমান গ্রন্থের পরিশেষ-অংশে ঐ বইয়ে অন্তর্ভুক্ত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তরজমা The struggle This Time is the Struggle for Independence যুক্ত করে দেওয়া হলাে। এতে বইটি সমৃদ্ধ হয়েছে। এ জন্য আমরা লন্ডনের Michael O’Mara Books Limited-এর কাছে ঋণ স্বীকার করছি। গ্রন্থে অধ্যাপক ফকরুল আলম অনূদিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি যুক্ত করা হলাে। তাকে আমাদের কৃতজ্ঞতা।
এই গ্রন্থে অন্তর্ভুক্ত প্রবন্ধসমূহ এবং আলােচকদের বক্তব্যের দলিলীকরণ গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। ইতিহাসবিদ, রাষ্ট্রচিন্তক, সাংবাদিক, রাজনৈতিককর্মী এবং বুদ্ধিবৃত্তিক জগতের যারা বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ নিয়ে গবেষণা করবেন তাঁদের জন্য গ্রন্থটি প্রয়ােজনীয় বলে বিবেচিত হবে।