“উপেক্ষিত অপেক্ষা” বইয়ের ভূমিকা থেকে নেয়াঃ
বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক সেমিনার কিংবা মােটিভেশনাল প্রােগ্রাম পরিচালনা করতে গিয়ে খুব কাছ থেকেই দেখেছি কিভাবে একেকটা প্রেমের নিষ্ফল সমাপ্তি ঘটে সঠিক সময়ে ক্যারিয়ার গড়তে না পারায়। যে কখনাে ছেড়ে যাবে না বলে হাতে হাত রেখে স্বপ্ন বুনেছিল, হয়তাে তাকেই সবার আগে হাতটি ছেড়ে দিতে হয়। কখনাে স্বপ্নই জীবনকে সাজায় আবার কখনাে জীবনের প্রয়ােজনেই স্বপ্নেরা হারিয়ে যায়।
আমার মােটিভেশনাল বই রােড টু সাকসেস এর ব্যাপক পাঠকপ্রিয়তার পর তাই হাত দিলাম জীবনের গল্পগুলাে তুলে আনতে। গল্পগ্রন্থ উপেক্ষিত অপেক্ষা তে সাহিত্যের রং এর চেয়ে প্রাধান্য দিয়েছি জীবনের বাস্তবতাগুলাে। যখন রােড টু সাকসেস বইটা সম্পর্কে দেশে বিদেশে, এশিয়া মহাদেশের বাইরে ইউরােপ থেকেও পাঠক রিভিউতে পাঠকেরা তাদের জীবন বদলে চ্যালেঞ্জ নেয়ার কথা জানায়, তখন আমিও আবেগে থমকে দাঁড়াই। তখন সব পাঠকদের আরেকবার বলতে ইচ্ছে হয়- ভালােবাসি ভালােবাসি।
জীবনের বাস্তবতা নিয়ে আমার কলমের কালি থমকে আছে এই “উপেক্ষিত অপেক্ষা” গল্পগ্রন্থে।