কাহিনী সংক্ষেপ: হুতুমতলায় রেখে আসা হয় আতাহার চাচাকে। সেখানে বানানো হয় বিশেষ একটি ঘর। একদিন ঘরটি চলে যায় ভূতদের দখলে। কিন্তু আতাহার চাচার কী হয়? একরাতে মিন্টুর ঘরের দরজায় টোকা দেয় কেউ। সে বের হয়ে কাউকে না পেয়ে যেই ঘরে চলে আসবে, এমন সময় তার পায়ে শীতল কিছুর স্পর্শ লাগে। কী সেটি? আরেক রাতে কেঁপে ওঠে শামসু চাচার খাট। তিনি দেখেন তার মশারির উপর বসে আছে ভয়ংকর চেহারার এক হুতুমপাখি। দৌড়ে ঘর থেকে বের হন চাচা। অন্ধকারে তার মুখ চেপে ধরে কেউ। কে সে? আর কার লাশ পাওয়া যায় ভূতঘরে?