কাহিনী সংক্ষেপ: জানালার গ্রিলের ফাঁক দিয়ে গলা কেটে হত্যা করা হয় বরকতকে। পুলিশ এসে লাশ নিয়ে যায় থানায়। কিন্তু থানা থেকে উধাও হয়ে যায় বরকতের লাশ। পুলিশ সন্দেহ করে গুপ্ত পার্টিকে। এলাকায় চিরুনি-অভিযান চালানো হয়। কিন্তু লাশ পাওয়া যায় না কোথাও। একদিন বরকতের বন্ধু মুকুলের কাছে ভয়ঙ্কর একটা চিঠি আসে। সে জানতে পারে, এক সপ্তাহের মধ্যে তার চোখ তুলে নেওয়া হবে। কিন্তু কেন? কী অপরাধ করেছে সে? আর চিঠিটাই বা পাঠিয়েছে কে? অপহরণের শিকার হয় মুকুল। তাকে আটকে রাখা হয় একটা বদ্ধঘরে। অপহরণকারী পিস্তল উঁচিয়ে এগিয়ে আসে তার দিকে। হঠাৎ…