“প্রশ্ন তারও কমন পড়েছিল” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
“বাবাকে মিস করতে করতে হারিয়েই ফেলেছে জীবন থেকে বাবাকে। এখন আর খারাপ লাগে না। আর যে ব্যক্তি এতদিন ছিলই না, এখন কাগজ কলম দিয়ে আলাদা করার কী দরকার?” – এটা রিমনের চিন্তা। রিমন, এক ডিভাের্সি ফ্যামিলির সন্তান। তার মনের কথা ছিল এটা।
আমাদের আশে পাশে রােজ ডিভাের্স, সেপারেশন এই শব্দগুলাে শুনি। বেশিরভাগ মানুষের কাছেই এগুলাে শব্দ হিসেবেই থেকে যায়, বা গল্পের খােড়াক হয়। কিন্তু হয়তাে একটা ডিভাের্স হয়ে যাওয়া অভিভাবকদের যে সন্তান থাকে, তাঁর কাছে ডিভাের্স শুধু শব্দ না। ওই ব্রোকেন ফ্যামিলির ছেলে/মেয়েটা কতােটা যে মানসিক যন্ত্রণায় থাকে, তা হয়তাে ওরা ছাড়া কেউ বুঝবে না। দোষ যারই থাক, বাবা বা মা, ঝড় যায় কিন্তু সন্তানদের উপর দিয়েই।