নোবেলজয়ী বিজ্ঞানী
মশিউর রহমান
‘নোবেলজয়ী বিজ্ঞানী’ গ্রন্থে মূলত বিশে^ যেসকল বিজ্ঞানী নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের জীবন কাহিনি আলোচনা করা হয়েছে। এখানে প্রায় ৪১জন বিজ্ঞানীর নাম স্থান পেয়েছে। তাঁদের মধ্যে উল্লেযোগ্য হলেনÑ আলবার্ট আইনস্টাইন, নীলস বোর, আলবার্ট আব্রাহাম মাইকেলসন, পিয়েরে কুরি, মেরি কুরি, গ্যাব্রিয়েল লিপমান, গুলিয়েলমো মার্কোয়িজ মার্কোনি, জেমস ফ্র্যাঙ্ক, চন্দ্রশেখর ভেঙ্কট রমন প্রমুখ….