ফ্ল্যাপে লেখা কথা উহ্! বড় অস্বস্তিকর ছিল সেই দেখা। অন্ধকারের মধ্যে সাদা- দেখেই ভয় লাগে। ঘুটঘুটে অন্ধকার আর ধবধবে সাদা। কিন্তু ওটা যে কি তা বুঝতে না পারাটা ছিল আরো ভীতিকর। হয় এসপার না হয় ওসপার। হয় স্পষ্ট হবে, না হয় অস্পষ্ট হবে পুরোপুরি। অথচ দু’য়ের মাঝামাঝি অবস্থায় থেকে সত্যিই গলায় যেন কিছু আটকে আছে। জানটাও বুঝি গলা পর্যন্ত এসে আটকে গেছে। ভয়ে গা কাঁটা দিয়ে ওঠে। কয়েক হাত উপরে উঠে শূন্যে দুলতে থাকে সেটা।
ওটা একটা জিন, ওমর বিশ্বাসের লেখা জিনের গল্প।