“বাংলাদেশের জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিবৃত্ত, স্থানসমূহের সংক্ষিপ্ত ইতিহাস, এলাকার বিখ্যাত ব্যক্তিবর্গের পরিচিতি এবং প্রসিদ্ধ স্থানসমূহের বিবরণ হালনাগাদ প্রাসঙ্গিক তথ্য-সহ একই পুস্তকের একই মলাটে পেতে চাইলে খ্যাতিমান ইতিহাসবেত্তা ড. মােহাম্মদ আমীনের লেখা ‘বাংলাদেশের জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস’ পুস্তকটি সংগ্রহ করা ছাড়া কোনাে গত্যন্তর নেই। কারণ বাংলাদেশে এমন পূর্ণাঙ্গ বিবরণ সংবলিত কোনাে পুস্তক ইতঃপূর্বে প্রকাশিত হয়নি। উল্লেখ্য, একই লেখকের অন্য একটি বই ২০১২ খ্রিষ্টাব্দে ‘জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস’ নামে অন্য একটি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল। তবে বইটি ছিল অসম্পূর্ণ এবং নদ-নদীর নামকরণ অংশে কেবল কয়েকটি নদীর বিবরণ ছিল। অধিকন্তু, ইতােমধ্যে বাংলাদেশে নতুন একটি বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া উপজেলার সংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার পরিবর্তন হওয়ায় হালনাগাদ পরিবর্তন আবশ্যক হয়ে পড়ে। এই অবস্থায় বাংলাদেশের জেলা, উপজেলা, নদ-নদী, বিখ্যাত ব্যক্তির পরিচিতি, প্রসিদ্ধ স্থানসমূহের বিবরণ, জনসংখ্যা এবং প্রাসঙ্গিক যাবতীয় হালনাগাদ তথ্য সন্নিবেশিত করে বইটি প্রকাশ করা হলাে।