“ওরা এগারো জন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘ওরা এগারাে জন’ এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কবি-সাহিত্যিক হিসেবে স্বল্পপরিচিত কিন্তু প্রখর মেধাশক্তিসম্পন্ন সৃজনশীল এগারাে জন প্রতিভাধর ব্যক্তির সাহিত্যকর্ম, জীবনাচরণ, আদর্শ ও মূল্যবােধ নানা আঙ্গিকে বৈচিত্র্যময় প্রকরণে আলােচনা করা হয়েছে। গ্রন্থে যাদের নিয়ে আলােচনা করা হয়েছে তারা প্রসিদ্ধ কেউ নন। তবে অখ্যাতও নন। বিখ্যাত না-হলেও প্রত্যেকে আপন কর্মপরিমণ্ডলে বিদগ্ধ, স্নিগ্ধ, বিকশিত এবং নন্দিত। এই গ্রন্থে তাঁদের সৃজনশীল সাহিত্যকর্ম এবং জীবনদর্শন তুলে ধরা হয়েছে। এগারাে জনের স্বার্থহীন উদার মননশীলতার কাব্যিক বর্ণনা পাঠকের মন ছুঁয়ে যাবে। পাঠকের মনে এই অনুভবের সৃষ্টি হবে যে, স্বল্প খ্যাত এসব ব্যক্তিবর্গ নিয়ে কিছু লেখা উচিত। যাতে তারা উৎসাহিত হন, তাঁদের সৃজনশীল ক্ষেত্র বিকশিত হওয়ার পথ সুগম হয় এবং আরাে অনেকে এমন কাজে এগিয়ে আসেন। গ্রন্থটি এমন উদ্দেশ্য ও ধারণা বিবেচনায় রচিত প্রথম প্রয়াস। ব্যতিক্রমী এই গ্রন্থটি পাঠকের মনে এনে দিতে পারে নতুন পরিমণ্ডলে অবগাহন করার বিরল অনুভূতি।