রম্যরচনায় যে কৌতুকী-ভাবের খেলা চলে এর ভিতরে লুকানাে থাকে ব্যঙ্গ আর বিদ্রুপ। এতে রচনার মেজাজ খােলে, বৈঠকী ঢংও আসে। মজলিশি সুরে জীবনের সংগতির মাঝে তলানির অসংগতিও বেশ বােঝা যায়। ফলে সে-লেখা একই সঙ্গে সুখপাঠ্য ও চিন্তার খােরাক জোগায়। এ বইয়ের নাতিদীর্ঘ রচনাগুলাে জুড়ে আছে রচয়িতার ব্যক্তিগত অভিজ্ঞতার ছাপ,যা অনায়াসপাঠ্য কৌতুকপূর্ণ কাহিনিপদ্যের ধরনে। বর্ণনা করা হয়েছে। কথাসাহিত্যিক প্রশান্ত মৃধার কলমে এমন বইয়ের অভিজ্ঞতা আমাদের জন্যে নতুন।