মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জ থানার বদরপুর গ্রামে।আমার গ্রামের পাশে তার বাড়ি।কিছুটা সাদা মনের মানুষ তিনি।মুক্তিযুদ্ধ সময়কালীন সত্য ঘটনা নিয়ে উপন্যাস লিখতে গিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সাথে মিশতে হয়েছে অনেকদিন।তিনমাস ধরে আমার লেখার টেবিলের পাশে বসে ঘন্টার পর ঘন্টা জীবন ও রনাঙ্গানের ইতিহাস বর্ণনা করেছেন।তারই সত্য ঘটনার আলোকে লিপিবদ্ধ করেছি ‘রক্তনদী পেরিয়ে’ উপন্যাসে। -লেখক