মানবিক ক্ষমতা সম্পন্ন রােবট মিথ-থ্রি ওয়ান ওয়ান নাইন। মানুষের মতাে কাজ করার অনেক ক্ষমতাই তাকে দেয়া হলেও তাকে দেয়া হয়নি নিজের জন্য কবিতা পড়ার অনুমতি। বিনােদনের অনুমতি। এতে ভীষণ কষ্ট পায় মিথ-থ্রি ওয়ান ওয়ান নাইন। প্রশ্ন করে, কেন তাকে এ ক্ষমতা দেয়া হলাে না? বিষয়টিকে রােবট আইনের বিরােধীতা ও বিদ্রোহ হিসেবে গন্য করে বিশ্বব্যবস্থা। তারা অকার্যকর করতে চায় রােবটটিকে। রােবটটির পক্ষ নেয়। প্রযুক্তিবিদ তুন। ধীরে ধীরে তার বিরােধীতার সাথে জড়িয়ে যায় অনেকে। শুরু হয় সত্যিকারের বিদ্রোহ।