যখন আমি সিঁড়ি দিয়ে উঠতে থাকি তখন মুজিব ভাইয়ের মেজ ছেলে শেখ জামাল। আমাকে মুখে আঙুল দিয়ে নিশ্ৰুপ থাকতে বলেন। আমাকে নিঃশব্দে সিঁড়ি দিয়ে উঠে আসার ইশারা করে শেখ জামাল ফিসফিস করে বলে আপনাকে আমি এমন একটা মজার নাটক দেখাবাে যা আপনি এর আগে কখনাে দেখেননি। আমি তার কথা মতাে পা টিপে টিপে দোতলায় উঠে শােবার ঘরের বারান্দা থেকে শেখ জামালের ইঙ্গিত মতাে নাটকটি দেখে এতটাই হতবাক হয়েছিলাম যে, মূচ্ছা যাওয়া অসম্ভব কিছু ছিল না। দেখি সিরাজুল আলম খান বঙ্গবন্ধুর বুকে অদ্ভুত একটি কায়দায় তার দাড়ি ঘষছেন… মুজিব ভাই চেহারায় একটা গাম্ভীর্যের ভাব এনে আমার হাতে দুই পৃষ্ঠার কাগজ ধরিয়ে দিলেন। আমি ত্বরিতগতিতে পৃষ্ঠা দুটির ওপর চোখ। বুলিয়ে দেখলাম যে, ওটা ছিল নবগঠিত। ছাত্রলীগের প্রস্তাবিত প্যানেল । আমি আড় চোখে দেখে নিলাম। আমি যখন প্যানেল পড়ছিলাম তখন মুজিব ভাই নির্বিকারভাবে পাইপ দিয়ে ধূমপান করছিলেন এবং তীক্ষ্ণদৃষ্টিতে আমার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলেন। যদিও প্যানেলে সভাপতি হিসেবে আমার নাম রাখা হয়েছে তবুও আমাদের প্রথিতযশা ছাত্রনেতাদের সহ আমাদের সংখ্যা এক-তৃতীয়াংশেরও কম।