“মাৎস্যন্যায়” বইয়ের পিছনের কভারের লেখা:
সপ্তম শতকের মাঝামাঝি সময় থেকে পরবর্তী একশ বছর এক অরাজক সময়, বাংলার ইতিহাসে মাৎস্যন্যায় কাল হিসেবে পরিচিত। কিভাবে এলাে সেই মাৎস্যন্যায়? কে ছিলেন শীল ভদ্র? সমতটের একজন রাজপুত্র, রাজকীয় বৈভব ছেড়ে কিভাবে হয়ে উঠলেন প্রাচ্যের। জ্ঞানতাপস? কিভাবে একজন বাঙালি পণ্ডিতের চিন্তাধারা প্রভাবিত করেছিল সে সময়ের ভারতের রাজ্য ও রাজাদের? এসব প্রশ্নের উত্তর খুঁজে এনেছে বইটি, নাম ‘মাৎস্যন্যায়।