ঐ স্তনপাহাড়ে আজ ঘুরে ঘুরে মারা যাচ্ছে ঘােড়সওয়ার; দস্যু-তাতারের দল ভোঁতা শরতের দিকে তারা ধেয়ে যাচ্ছে হুল্লোড়ে থিকথিকে মেঘেদের দেশে সম্ভাব্য সব ঘটে যাচ্ছে; বধ্যভূমির পাড়ে দাঁড়িয়ে ডাকতে ইচ্ছে হচ্ছে-কুহু একটা প্রবেশ নিষেধ’ গেইটের সামনে দুইটা কুকুর কে নিচ্ছে নিজেদের শেষ রাতের ঘ্রাণ-কড়া নিরাপত্তার ফটক পেরিয়ে ওগাে শিউলি তােমাকে খুব পেতে ইচ্ছে করে আজ কুকুরের মতাে-ব্যাঙের মতাে কোমরে পা তুলে ঐ স্তনপাহাড়ের খাদে কাশবনে আমার আধখাওয়া লাশ পাওয়া যাবে কবে?