অন্য এক সময়, অন্য এক সৌরজগতের গল্প। গ্রহের নাম সাইড্রন। তাদের জন্ম-জন্মান্তরের শত্রু টেরাটুনরা। এক রাতে তারা সাইড্রনের রাজপ্রাসাদ আক্রমণ করে। মেরে ফেলে রাজা লুয়ান ও রাণী রুকে। রাজকুমার টিরানকে নিয়ে। তার রােবট টি-আর পালিয়ে যায় দুর্গম গ্রহ ট্রনে। সেই গ্রহে বাস করে অসভ্য টেলিয়াসরা। শুরু হয় টি-আরের লড়াই। সে অসভ্য টেলিয়াসদের সভ্য করে গড়ে তােলে। ধীরে। ধীরে বড় হতে থাকে রাজপুত্র টিরান। সাইড্রন থেকে বিতাড়িত এক মহাকাশযান একদিন এসে নামে ট্রনে। তাতে ছিলেন। টেরাটুনদের শত্রু বিদ্রোহী দলের নেতা জেনারেল টারামিকি। তার নেতৃত্বে সাইড্রনের মানুষ আর ট্রনের মানুষ এক যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। পাঠক চলুন তাদের সাথে ঘুরে আসি সাইড্রন থেকে।