আমি নিমিষেই বুঝে গেলাম, আমি এক অন্য ভুবনে এসে পড়েছি। এটা কি নরক? আমার ফেব্রিসের ওপরে তখনাে প্রবল বিশ্বাস ছিলাে। আমি ফেব্রিসকে গলার স্বর নামিয়ে ভদ্রভাবে বললামআমাকে কোথায় নিয়ে এলে ফেব্রিস? ফেব্রিস আমার দিকে তাকিয়ে একটা বােকাবােকা ভাব নিয়ে বললাে- কেন, তােমার ভালাে লাগছে না? আমি বললাম- ওরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে কেন? ফেব্রিস আমার দিকে তাকিয়ে বললাে- বুঝার চেষ্টা করাে। ওদের চোখের মানে বুঝে। ওখানেই ইউরাে আছে। ঐ চোখগুলাে ভালাে করে দেখাে। আমি ওদের চোখের দিকে তাকালাম। কেমন যেনও নেশাতুর। ওদের চোখের ভাষা বুঝা খুব একটা কঠিন কাজ ছিলাে না। আমি বুঝে গিয়েছিলাম। পুরুষের আদিমতম ইশারার মানে বুঝে না এমন নারী পৃথিবীতে একটিও নেই। আমি একেক করে তাদেরকে দেখছি….