কাহিনি সংক্ষেপ: অবশেষে ধরা পড়ে গেছে পলাতক। এখন ছিনিয়ে নেওয়া হবে যা তার ছিল। কী নিয়ে সে পালিয়েছিল? কেনই বা পালিয়েছিল? হাইকিং করতে আসা ছেলেটি কে? কী তার উদ্দেশ্য। জাফতিন কি পারবে ভালোবাসার মানুষকে পেতে? ক্রমে ক্রমে খোলাসা হয় অনেককিছু। জানা যায়, আসলে কে পলাতক। কিসের জন্য পলাতক। কার জন্য পলাতক। বেরিয়ে আসে এমন সব সত্য যা জানা ছিল না কারোই। উঠে আসে এমন কিছু যা করে দেয় স্তব্ধ।