“প্রশ্নোত্তরে জীববিজ্ঞান” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বায়ােলজি তথা জীববিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর আকারে সাজানাে একটি ব্যতিক্রমী গ্রন্থ। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি বায়ােলজিক্যাল সায়েন্স তথা সকল প্রকার জীব, উদ্ভিদ ও প্রানী সম্পর্কিত নানা বিষয়ে আলােচনার প্রয়াস রয়েছে। এই গ্রন্থে জীববিজ্ঞানের সমস্ত শাখা-প্রশাখার বিষয়বস্তুকে অতি সহজভাবে উপস্থাপন করা হয়েছে। যাতে জীব, উদ্ভিদ ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীগণ নিজ নিজ বিষয় সম্পর্কিত নানা তথ্য, উপাত্ত, পরিচয়, বৈশিষ্ট্য, গঠন, প্রজনন, বংশবিস্তার, খাদ্যপ্রাণ, নামকরণ, প্রজাতি, জীবনচক্র, ডিম্বাণু-শুক্রাণু, যৌন ও অযৌন জনন, সংকরায়ন, আকার, আকৃতি, প্রকৃতি ও রােগ-জীবাণু সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর সহজভাবে জানতে পারে। বইটিতে ৩০২টি পরিচ্ছদ রয়েছে। প্রতিটি পরিচ্ছদে জীববিজ্ঞানের এক একটি শাখা-প্রশাখার খুঁটিনাটি বিষয়বস্তুসহ প্রয়ােজনীয় প্রশ্নের উত্তর সন্নিবেশিত করা হয়েছে। এতে সায়েন্স অলিম্পিয়াডসহ মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।