অরিজিন

৳ 450.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789849174561
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৫২৮
সংস্কার 1st Published, 2018
দেশ বাংলাদেশ

“প্রতিপত্তি ও বন্ধু লাভ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
পাহাড়ের এত উঁচুতে লাইন বসানাে হয়েছে, তাকালেই মাথা ঘুরে যায়, দাঁত লাগানাে চাকা নিয়ে প্রাচীন রেলগাড়ি যেন থাবা মেরে মেরে উঠে যাচ্ছে নিজের পথে। আরও ওপরের দিকে, এবড়ােখেবড়াে চূড়া বরাবর চোখ বুলাচ্ছেন এডমন্ড ক্যাশ। দূরে, পুরাে খাড়া একটা পাহাড় প্রাচীরের মুখে, সাধু-সন্তদের প্রকাণ্ড পাথুরে মঠ বা মন্দির মনে হচ্ছে শূন্যে ঝুলে আছে, যেন কোনাে জাদুবলে আটকে রাখা হয়েছে খাড়া পাহাড়ের গায়ে।
ক্যাটালােনিয়া তথা স্পেনের এই পবিত্র অভয়াশ্রম অভিকর্ষের অবিরত টান সহ্য করে চলেছে চারশ বছরেরও বেশি সময় ধরে, ভুলেও কখনাে নিজের আদি লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি: আধুনিক দুনিয়ার সংস্পর্শ থেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছে। সন্ন্যাসীদের।
প্রহসন হলাে, সত্যটা এখন তারাই প্রথম জানবে, ক্যাশ ভাবলেন, আন্দাজ করতে চাইছেন ঠিক কেমন হবে তাদের প্রতিক্রিয়া। ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর বুকে তাঁরাই সবচেয়ে বিপজ্জনক মানুষ যারা ঈশ্বর ছাড়া আর কিছু বােঝেন না-বিশেষ করে সেই সময়ে, যখন তাঁদের ঈশ্বর হুমকির মুখে পড়েন। ক্যাশ বিড়বিড় করলেন, জ্বলন্ত বর্শা আমিই ছুঁড়ব, ছুঁড়ব একটা মৌচাক লক্ষ্য করে।
পাহাড় চূড়ায় পৌছুল ট্রেন। ক্যাশ দেখলেন নিঃসঙ্গ এক মূর্তি তার অপেক্ষায় প্লাটফর্মে দাঁড়িয়ে। জ্ঞানের ভারে কঙ্কালসার একজন মানুষ, যিনি ক্যাথলিক ঐতিহ্য বজায় রেখে লালচে-নীল ঢােলা লম্বা কোট বা আলখেল্লা পরেছেন, আর তার ওপর সাদা চাদর জড়িয়েছেন পিঠ আর কাঁধে, মাথায় পরেছেন খুলি কামড়ানাে গােল ক্যাপ। আগেই ফটো দেখা আছে, কাজেই মেজবানের হাড়সর্বস্ব কাঠামাে চিনতে পারলেন ক্যাশ, এবং অ্যাড্রেনালিনের অপ্রত্যাশিত উথলে ওঠা প্রবাহ অনুভব করলেন।
ওরে বাপরে, ভালডেসপিনাে স্বয়ং আমাকে অভ্যর্থনা জানতে এসেছেন।
বিশপ অ্যান্টোনিয়াে ভালডেসপিনাে স্পেনে অত্যন্ত ক্ষমতাধর একজন মানুষ-শুধু যে স্বয়ং রাজার বিশ্বস্ত বন্ধু এবং পছন্দের উপদেষ্টা, তা নয়, রক্ষণশীল ক্যাথলিক মূল্যবােধ সংরক্ষণে এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক মানদণ্ড ধরে রাখার ব্যাপারে সবচেয়ে সােচ্চার এবং অগ্রণী ভূমিকা পালন করেন দ্রলােক।

মার্কিন থ্রিলার লেখক ড্যানিয়েল গেরহার্ড ব্রাউনের জন্ম ১৯৬৪ সালের ২২ জুন। ড্যান ব্রাউন নামেই বিখ্যাত এই লেখকের জন্মস্থান যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক্সিটারে। তাঁর বাবা বিখ্যাত গণিত শিক্ষক রিচার্ড জি. ব্রাউন ফিলিপস এক্সিটার একাডেমিতে পড়াতেন। এই সূত্রে ড্যান এই একাডেমি থেকেই গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর আমহার্স্ট কলেজ থেকে স্নাতক শেষ করেন তিনি। ছোটবেলায় সংগীতের প্রতি ঝোঁক থাকায় ১৯৮৬ সালে পেশাদার সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে ব্যর্থ হন। ১৯৯৪ সালে সিডনি শেলডন এর লেখনী থেকে অনুপ্রাণিত হয়ে ড্যান লেখালেখির জগতে প্রবেশ করেন। উপন্যাস হিসেবে ড্যান ব্রাউন এর বই 'ডিজিটাল ফোরট্রেস' প্রকাশিত হয় ১৯৯৬ সালে, সেটাই ছিল তাঁর প্রথম লেখা। পাঠক বইটি সাদরে গ্রহণ করায় আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৩ সালে প্রকাশিত 'দ্য ভিঞ্চি কোড' বিশ্বজুড়ে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক চিহ্নের রহস্যময়তা, কী, কোড এবং ষড়যন্ত্র তত্ত্বগুলোর সন্নিবেশ তাঁর রচনাগুলোকে করেছে আরো আকর্ষণীয়। রবার্ট ল্যাংডনের চরিত্রটিকে কেন্দ্রে রেখে তিনি দুঃসাহসিক সব অভিযানের রূপায়ণ করেছেন তাঁর লেখায়। ড্যান ব্রাউন এর বই সমূহ বিশ্বজোড়া থ্রিলার পাঠকদের জন্য যেন সোনার খনি। তাঁর রচনায় বুঁদ হয়ে থাকা পাঠকেরা সাংকেতিক রহস্যময়তার জন্য ড্যান এর রচনার সমাদর করেন। পাঠকনন্দিত ড্যান ব্রাউন এর বই সমগ্র হলো 'ডিসেপশন পয়েন্ট', 'এঞ্জেলস এন্ড ডেমনস', 'দ্য লস্ট সিম্বল', ' ইনফার্নো' ও 'অরিজিন'। তাঁর লেখা বই বিশ্বের ৫২টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং বিক্রি হয়েছে ২০০ মিলিয়নেরও বেশি কপি। এছাড়াও 'এঞ্জেলস এন্ড ডেমন্স', 'দ্য ভিঞ্চি কোড', এবং 'ইনফার্নো' পেয়েছে চলচ্চিত্র রূপ। যদিও তাঁর রচনা নিয়ে ধর্মতত্ত্ববিদেরা বিতর্কের জন্ম দিয়েছেন, তবে ড্যান তাঁর রচনাকে ধর্মের রহস্যময়তার নতুন এক দিক হিসেবেই বর্ণনা করেছেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ