রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি বিপুল রচনাসম্ভার দিয়ে বাংলা সাহিত্য ও ভাষাকে সমৃদ্ধ করে গেছেন। রবীন্দ্র রচনাবলির উনত্রিশ খণ্ড বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সেই সুবিশাল ভাণ্ডার থেকে সামান্য কিছু রচনা মাত্র এতে চয়ন করা হয়েছে। এই সঙ্কলনে রবীন্দ্রনাথের কবিতা, ছড়া, গান, কাহিনী-কাব্য, গল্প, নাটক, প্রবন্ধ এমনকি চিঠিপত্রও অন্তর্ভুক্ত হয়েছে। আশা করি এই সংকলন পাঠ করে শিশু-কিশাের মন তৃপ্ত হবে, তার সৃষ্টির বৈচিত্র্যও এতে তারা পাবে এবং রবীন্দ্র চর্চারবােধ জাগিয়ে তুলতে সক্ষম হবে।