দাদিমণি। গল্প শোনানোয় তার জুড়ি নেই। একঝাঁক নাতি-নাতনি নিয়ে গল্প বলা শুরু করেন দাদি। এবার গল্প শুরু করলেন এই বলেÑএক যে ছিল মা গাছ। এক সেনাপতি মা গাছের গল্প বলব তোমাদের! শ্রোতাদের মাঝে হাজারো জিজ্ঞাসা। সেনাপতি! সেনাপতি মা গাছ! দাদিমণি বলে চললেন গ্রামের নাম শিমুলতলি। সেই শিমুলতলির মেঠোপথ থেকে গাছপালা, নদী, বাতাস, কেঁচো, ব্যাঙ, চড়–ই, বাদুড়, ডাহুক, শাক, লতা-পাতা, ফুল, শিয়াল প্রকৃতির কেউই বাদ রইল না দাদিমণির গল্পে। বাদ রইল না মানুষও। চন্দ্র, সূর্য, মেঘ, প্রজাপতি, মাটি সবাই দাদিমণির মুখে সমান জীবন্ত। এ এক অনন্য বৃহত্তর প্রকৃতিমায়ের গল্প।