“দুনিয়া মাতানো বিশ্বকাপ” ফ্ল্যাপে লেখা কথা:
বিশ্বফুটবল এখন প্রায় গােটা দুনিয়াকে মাতিয়ে রেখেছে। এর নন্দিত নায়করা ঠাই নিয়েছেন বিশ্বের ঘরে ঘরে। বিপুল বিশাল মানুষের অন্তরে। এ বইয়ে আছে বিশ্বফুটবলের বিশাল আকাশ, তার বিচিত্র, বর্ণাঢ্য, নাটকীয় ঘটনার অনুপুঙ্খ চিত্রায়ন।
এই বিশাল ভুবন আকস্মিকভাবে গড়ে ওঠেনি। ধীরে ধীরে, ধাপে ধাপে গত আড়াই হাজার বছর ধরে আলাে-আধারে ঢাকা রহস্যময় জন্মসূত্র থেকে এখন একটা স্পষ্ট, অনুপম এবং বৈজ্ঞানিক কৌশলসমৃদ্ধ নানা ছকে, ফর্মে, বিন্যাসে বিকশিত হয়েছে।
লেখক ফুটবলের আড়াই হাজার বছরের এই ইতিহাসকে চুম্বকের মতাে তুলে এনে সাহিত্যের স্বাদযুক্ত ভাষায় সাজিয়েছেন পরম দক্ষতায়।