ঠাকুরমার ঝুলির গপ্পো আর আরব্য রজনীর কেচ্ছা ছেলেবেলায় আমাদের যতটা উদ্বেল করত, স্বপ্নের ফানুশ ওড়াত মনমুকুরে; আজ সেসব ক্রমশ পানসে ও ফিকে হয়ে যাচ্ছে এই বৈজ্ঞানিক অগ্রগতির যুগে। এখনকার ছেলেমেয়েরা জ্বিন-পরি আর রাক্ষসখােক্কসের গল্পে আস্থা রাখে না। বিজ্ঞান বিকাশের এইযুগে মানুষ যে ধীরে ধীরে বিজ্ঞানমনস্ক হয়ে উঠছে একথা অস্বীকার করার উপায় নেই। মানুষের চিন্তা-চেতনা এখন বিজ্ঞানমুখি (ধর্মীয় কুসংস্কারপ্রাপ্ত শিক্ষানবিশদের কথা আলাদা)। বিজ্ঞানের অগ্রযাত্রায় ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছে মান্দাতা আমলের সকল সংস্কার ও বুজরুকি, আদি রূপকথা আর পাতালপুরির কেচ্ছা-কাহিনি। কল্পবিজ্ঞান ও এসব গালগল্প দুটো সম্পূর্ণই ভিন্ন জিনিস। নব্বইয়ের দশকে সুশান্ত অধিকারীর সম্পাদনায় ঢাকার মিরপুর থেকে প্রকাশিত হতাে বাংলাদেশের প্রথম ও একমাত্র বিজ্ঞান সাপ্তাহিক ‘অহরহ। অনিবার্য কারণবশত ‘অহরহ প্রকাশ বন্ধ হয়ে যায়। ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত সেই কাগজে অসংখ্য সায়েন্স ফিকশন গল্প/উপন্যাস প্রকাশিত হয়। ‘অহরহ’র সেই চার বছরের সংখ্যা থেকে বাছাইকৃত গল্প নিয়ে আমাদের এই গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি করা হয়েছে।