“মহাপ্রলয়ের পদধ্বনি” বইয়ের সংক্ষিপ্ত কথা:
এ পৃথিবীর সবকিছুই জোড়ায় জোড়ায় সৃষ্ট। এখানে যেমন জীবন আছে তেমনি আছে মৃত্যু। দিনের পরে রাত আসে আর শীতের পরে আগমন ঘটে গ্রীষ্মের। এখানে আলোর বিপরীতে আছে অন্ধকার, ভালোর সঙ্গে মন্দের দ্বন্দ্ব এবং সত্যের সঙ্গে মিথ্যার সংঘাত। এককথায়, পৃথিবীর সবকিছুই এভাবে জোড়ায় জোড়ায় আবর্তিত। ঠিক তেমনি ইহকালেরও পরকাল নামে একটি জোড়া আছে। যদি ইহকালের বিপরীতে পরকাল এবং ভালো ও মন্দের পরিবর্তে শান্তি ও শাস্তি না-থাকত, তা হলে পৃথিবীর জীবনটাই অনর্থক খেল-তামাশায় পরিণত হতো।
কিয়ামতের প্রতি ঈমানই দুনিয়ার জীবনকে সার্থক করে তুলতে পারে। কুরআন-হাদিসের পাতায় পাতায় কিয়ামতের নিদর্শনাবলির বিবরণ বিশদভাবে বর্ণিত হয়েছে। এগুলোর জ্ঞান থাকলে মানুষের জীবনে বহুবিধ কল্যাণ অর্জিত হবে। অদৃশ্যের প্রতি বিশ্বাস দৃঢ় হবে এবং মানুষ নিজেকে আল্লাহর ইবাদতে নিমগ্ন করতে উৎসাহী হবে। কিয়ামতের নিদর্শনসমূহের সঙ্গে অনেক শরয়ী বিধান বর্ণিত হয়েছে, এসব বিধান সম্পর্কে জানা যাবে এবং কিয়ামতপূর্ব বিভিন্ন পরিস্থিতির শরয়ী মোকাবেলা সম্পর্কে অবগতি লাভ হবে। কিয়ামতের নিদর্শনের প্রতি পূর্ণ বিশ্বাস মুসলিমদের জন্য প্রত্যাশার দ্বার উন্মোচিত করবে এবং প্রতিনিয়ত মুসলিমদের ঈমান বৃদ্ধি করবে।