“প্রথমে বন্দনা করি গ্রাম নালিহুরী।ছাড়ায়াছি তার মায়া যেন কাটাঘুড়ি।পরেতে বন্দনা করি আকাশ পাতাল।পিতামাতা দেশ ছাড়া হয়েছি মাতাল। পুবেতে বন্দনা করি নাম তার মনু ।এমনি নদীর রূপ উছলে ওঠা তনু।উত্তরে বন্দনা করি শ্রীহট্ট নগর।সে তো থাকে মন মাঝে অনন্ত অনড়।পশ্চিমে বন্দনা করি লেখাবিল নাম।এ-জীবন তার তরে তুলেছি নিলাম।দক্ষিণে বন্দনা করি নাম শ্রীমঙ্গল।দেখিয়াছি টিলাস্বরূপ কুহকী জঙ্গল।মৌলভীবাজার-কথা কী কহিবো আর।সে তো জানি প্রাণসখা বন্দনা অপার।চারদিক বন্দি শেষে মন করি স্থির ।ধরিয়াছে এই দেহ দেশের জিকির।বন্দনা করিয়া সারা মধ্যে করি ভর।আসো গো কবির সখা বৈদেশে নগর।ভিনবাসে ঘুরিফিরি তিষ্ঠ ক্ষণকাল।পয়ারে মজেছে মন বাসনা বেহাল।পদ্য বাঁধি গদ্য বাঁধি সুরকানা আমি।ইরম হয়েছে ফানা জানে অন্তর্যামী।” এই প্রকার বহু কবিতা মুজিব ইরম প্রণীত এই শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে রয়েছে।