“শ্রেষ্ঠ গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প ও প্রথম গল্পগ্রন্থের নাম বীতংস (নববর্ষ ১৩৫২/১৯৪৫)। এ-বই সম্পর্কে লেখকের পত্নী আশা দেবীর মন্তব্যটি উপভােগ্য – বইটি নেবার জন্য প্রকাশকের দোকানে গিয়ে দেখি একজন প্রখ্যাত সাহিত্যিক বসে। তিনি ওঁকে চেনেন না তখনও। কাজেই বললেন, আহা, কী বই আর কী নাম? বীতংস? বীতংস মানে কী বল তাে! ওঁর মুখখানা লাল হয়ে উঠেছে তখন। কী যেন বলতে যাবেন, পাশের থেকে তার একটি স্নেহার্দ্র কণ্ঠ ভেসে এলাে – কেন? – পাখি ধরা জাল! বলেই ওঁর দিকে ফিরে তাকালেন: তােমার লেখা? -আরে কপালে যে রাজতিলক জ্বলজ্বল করছে! তােমার পথ আটকাবে কে, বলেই নিজেই ছুটে জড়িয়ে ধরলেন ওঁকে। অনেক আশীর্বাদ করলেন। পথে নেমে লেখক বললেন: এখন আমার মনে আর কোন গ্লানি নেই। উনি কে জানাে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনাবলী ১ম খণ্ডের গ্রন্থপরিচয়)। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্বাদু পাঠযােগ্যতা, ভাষার মাধুর্য, সমাজচেতনা ও পরিবেশ পাঠককে মােহগ্রস্ত করে দেয়।