“সমর সেন জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি” বইয়ের ব্যাকপেইজের লেখা:
বিগত শতাব্দীর চল্লিশের দশকে সমর সেন (১৯১৬-৮৭) তার সৃজন-উৎকর্ষে যে নবমাত্রা সংযােজন করেছিলেন তা বাংলা কবিতার ইতিহাসে দুষ্টান্ত হয়ে আছে। তার বিষয়-প্রকরণ ও গদ্য ছন্দের নির্মাণ তাঁকে বিশিষ্টতায় মণ্ডিতই করেনি, তিনি হয়ে উঠেছেন ভিন্ন পথ সৃষ্টির রূপকার। এই নবীন পথ বাংলা কবিতার ভুবনকেও করেছে সমৃদ্ধ। পরবর্তীকালে সত্তরের দশকে সমর সেন দুটি পত্রিকা সম্পাদনা করেন। এই দুটি পত্রিকায় তাঁর অঙ্গীকারের চেতনার স্বাক্ষর আছে ও জীবনের প্রতি দায়বদ্ধতায় সাংবাদিকতা যে বৃহৎ ভূমিকা পালন করে তা স্মরণীয় হয়ে আছে। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এই গ্রন্থে সমর সেনকে নানা দৃষ্টিকোণ থেকে পর্যালােচনা করা হয়েছে।