জন্মগতভাবে মানুষ ভ্রমণপিপাসু। ঘরে বসে। থাকতে চায় না ছােট্ট শিশুটিও, বাবা-মা’র হাত। ধরে যেতে চায় চৌকাঠের চৌহদ্দি পেরিয়ে। এই নেশা মানুষের মজ্জাগত। দেখতে হলে, জানতে। হলে চোখ মেলে তাকাতে হয় চতুর্দিকে। ছুটে। যেতে হয় প্রান্ত থেকে প্রান্তে। তা না হলে ঘরের মধ্যেই তাে আবদ্ধ হয়ে থাকা! সেন্ট অগাস্টিন। বলেছিলেন, পৃথিবী একটি বইয়ের মতাে- যারা। ভ্রমণ করে না তারা বইয়ের একটি পৃষ্ঠাই কেবল। ‘পাঠ করে। পুরাে বইটি আর খুলে দেখার সুযােগ। হয় না। দেশের অন্যতম প্রধান কবি বিমল গুহ আমেরিকা। ভ্রমণ করেছেন বিভিন্ন সময়ে। তার দেখা। আমেরিকা নতুনভাবে উঠে এসেছে এই গ্রন্থে। সময়ের ধারাক্রম অনুসারে নয়, কাহিনী আবর্তিত। হয়েছে প্রসঙ্গকে ঘিরে। গ্রন্থটি পাঠে পাঠক অন্য। ‘এক ধরনের আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন।।