“দ্য প্রিন্স” বইটির সম্পর্কে কিছু কথা:
‘দ্য প্রিন্স’ নামের এ বিশেষ গ্রন্থটি রচনার একটি বিশেষ উদ্দেশ্য ছিলো। ম্যাকিয়াভেলি ইতালির শাসক লরেঞ্জো দ্য মেডিসিকে উদ্দেশ্য করে তিনি ‘দ্য প্রিন্স’ রচনা করেন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ম্যাকিয়াভেলি এ গ্রন্থের মাধ্যমে লরেঞ্জে দ্য মেডিসিকে কিছু উপদেশ এবং রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেবার চেষ্টা করেছিলেন। কিন্তু একরােখা সম্রাট মেডিসি ম্যাকিয়াভেলির উপদেশ কিংবা নির্দেশকে মােটেও আমলে আনার চেষ্টা করেন নি। | সত্যিই কী তাই? না। “দ্য প্রিন্স’ গ্রন্থটি থেকে শেখার ও জানার আছে অনেক কিছু। সত্য সবসময় কিছু লােকের মর্মপীড়ার কারণ হয়ে দাঁড়ায়। দ্য প্রিন্স’ গ্রন্থটি নিগুড় সত্যভাষণ এবং কিছু ভবিষ্যৎ বাণী এবং দিক নির্দেশনা ছাড়াও কিছু রাজকীয় বিষয়ের অবতারণা করার কারণে একটি বিশেষ চক্র এ বইটিকে অনৈতিক এবং শয়তানের প্রলাপ বলে আখ্যায়িত করলে ম্যাকিয়াভেলির গ্রন্থে উল্লেখিত তথ্যগুলােকে লরেঞ্জো দ্য মেডিসি বর্জন করেন। একই সাথে, শয়তানের উপাসক হিসেবে তাকেও বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে ইতালির স্বার্থান্বেষী মহল। রাজনৈতিক পেক্ষাপট বিবেচনা করে বইটির সঠিক ভাষান্তর করা খুবই জটিল কাজ। জানি না কতটুকু সফলতা এসেছে। পাঠকের ভালাে লাগাতেই বইটির বাংলাতে ভাষান্তর সার্থক হবে।