মুক্তিযুদ্ধ নিয়ে বাঙালি জাতির গর্বের শেষ নেই। জাতি হিসেবে ইতিহাসে এটিই বাঙালির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধে যারা অস্ত্রহাতে যুদ্ধ েেত্র ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার কৃষক, শ্রমিক, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে প্রতিটি মানুষ একাকার হয়ে গিয়েছিলেন। আমাদের বিজয় অর্জনে প্রত্য ও পরোভাবে অনেকেই অবদান রেখেছেন। তাদের অবদানের জন্য আমরা অর্জন করেছি একটি পতাকা ও একটি মানচিত্র। কিন্তু অনেকের কাছে হয়তো অজানা আছে একটি প্রাণীর মুক্তিযুদ্ধের অবদানের কথা। প্রাণীটি হলো একটি হাতি। যার নাম জয়ন্তী। জয়ন্তী খাগড়াছড়ির মং রাজার হাতি। মং রাজার হাতিশালে হাতির সংখ্যা ছিল ১৯। বংশানুক্রমে হাতির সংখ্যা কমতে কমতে শেষ পর্যন্ত ছয়টায় এসে দাঁড়ায়। এ অবস্থায় ১৯৩৮ সালে জয়ন্তীর জš§। ১৯৭১ সালে জয়ন্তীর বয়স তেত্রিশ। মহান মুক্তিযুদ্ধে জয়ন্তীর যে একটি বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু প্রেম করে হাবিব ও তানিয়া হাতিতে চড়ে কেন বিয়ে করল। তা জানতে পারবেন এই সূর্যশিকারি উপন্যাসে।