“দ্য গড অব স্মল থিংস” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
নিখুঁত বাস্তবসম্মত চেতনা থেকে বললে এটা। বলাই সম্ভবত সঠিক-ভুবে যে এর সবকিছুই শুরু হয়েছিল যখন সােফি মল এলাে । আয়েমেনেমে। হয়তাে এটা সত্যি ই যে। ‘ ঘটনাবলী একদিনেই পরিবর্তিত হতে পারে। মাত্র কয়েকটি ঘণ্টা সারাজীবনের ঔপর। ফেলতে পারে প্রভাব। আর যখন সেটা খুঁটে, ওই কয়েকটি ঘণ্টার প্রভাব, একটা অগ্নিদগ্ধ । বাড়ির অবশিষ্টাংশের মতাে অঙ্গারে পরিণত। ঘড়ি, স্বাক্ষরিত ফটো, ঈষদগ্ধ। আসবাবপত্র-অবশ্যই ধ্বংসস্তুপ ঘেঁকে। পুনরুথিত ও পরীক্ষিত হবে। সংরক্ষিত। হিসাব-নিকাশের জন্যে। ছােট ছােট ঘটনা, সাধারণ বস্তু, গুড়িয়ে গেছে আর আবারাে। ‘সংবিধিবদ্ধ হয়েছে। নতুন অর্থে রঞ্জিত। হয়েছে। হঠাৎই সেগুলাে পরিণত হয়েছে। একটা গল্পের সােনালি অস্থিতে…তবুও, বলতে হয় যে এর সবকিছুই আয়েমেনেমে সােফি মলের আগমন থেকে আরম্ভ হয়েছিল এটা এর। দিকে দৃষ্টিপাত করার মাত্র একটা রাস্তা… তুর্ক করা যেতে পারে যে আসলে এর সূচনা। হয়েছিল হাজার হাজার বছর আগে।। মার্ক্সবাদীদের আসারও অনেক আগে। বৃটিশরা। মালাবার দখলের আগে, ডাচ কর্তৃত্বের আগে,। ভাস্কো দা গামা’র আগমনের আগে, জামােরিনের কালিকট অধিকারের আগে।। নৌকায় চড়ে খৃস্টত্ব আসা এবং টি-ব্যাগ থেকে। চা ছড়িয়ে পড়ার মতাে কেরালায় ছড়িয়ে পড়ার ‘আগে। এটা বস্তুত শুরু হয়েছিল সেইসব দিনে। যখন ভালােবাসার আইন তৈরি হয়েছিল। সেই আইন যাতে লেখা হয়েছে কাকে ভালােবাসতে হবে, এবং কিভাবে। এবং কতটুকু। যাই হােক না কেন, বাস্তব উদ্দেশ্যে, একটা নৈরাশ্যব্যাঞ্জক বাস্তব ঘৃথিবীতে… সেই দিনটা। ছিলাে ডিসেম্বর উনসত্তর-এর (উনিশ শ’ নীরব) আকাশনীল দিন। একটা আকাশনীল। প্লাইমাউথ টেইলফিনে রােদ মেখে, সদ্য-গজানাে ধানক্ষেত আর পুরনাে রবার গাছ দ্রুত। পিছনে ফেলে, যাচ্ছিলাে তার গন্তব্য কোচিমের দিকে……