নিহানের মামা বুয়েটে পড়েন।এই মামা নিহানের কাছে সুপার হিরো।তিনি নিহানকে একটা ভূত ধরে দিতে চেয়েছেন।যে ভূতটা নিহানের অংক কষে দিবে,ফুটবল খেলায় গোলকিপার হয়ে গোল ঠেকাবে এবং ইংলিশ মিসকে তেলাপোকা হয়ে ভয় দেখাবে।কিন্তু কপাল খারাপ।সেই মামাই কিনা শেষে প্রমাণ করার চেষ্টা করেন ভূত বলে কিছু নেই।অথচ অবাক কাণ্ড একদিন মামাকে জ্ঞান হারিয়ে মাঠে পড়ে থাকতে দেখা যায়।আর মামার মোবাইলে পাওয়া যায় বিস্ময়কর সেলফি- ভূতের সেলফি! একটা ভূত মামার গলা চেপে ধরে সেলফি তুলেছে!মামার চো্খে মুখে ফুটে উঠেছে ভয়ের চিহ্ন।কি জানি বাবা,ভূত নাই তবু ভূতের ভয় আছে।তবে কি ভূত না থাকলেও ভূতের সেলফি থাকে?তিন বন্ধু নিহান,আবির ও নাবিল এই প্রশ্নেরই উত্তর খুজে ফেরে।কিন্তু পায় কি?