সুনসান, নিরিবিলি এলাকার মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি নির্জন গ্রিনহাউজ। সেই গ্রিনহাউজে রয়েছে অদ্ভুত চমৎকার একটি বাগান; যেখানে জন্মায় সুরভিত ফুলের সারি। নীরবে বয়ে চলা ঝর্ণাও রয়েছে। আর এখানে ঘুরে বেড়ায় অমূল্য সব প্রজাপতি। এই প্রজাপতির দল এখানে হাসে, নাচে, গায়…
প্রজাপতি নামধারী এই তরুণীদেরকে ধরে আনা হয় এখানে, পিঠে এঁকে দেয়া হয় প্রজাপতির পাখার আদলে ট্যাটু। ওদেরকে দেখে রাখে গার্ডেনার-মেয়েদের রূপই যার একমাত্র উপজীব্য। জঘন্য লোকটার স্বপ্ন-সুন্দরী মেয়েদের ধরে এনে, তাদের পিঠে প্রজাপতির ডানা এঁকে দেয়া, তাদের নিজের সংগ্রহে রাখা যতটা বেশি সময় সম্ভব!
নিখুঁত সেই জেলখানার অস্তিত্ব যখন ফাঁস হয়ে গেল, তখন মায়া নামের এক প্রজাপতি হলো জিজ্ঞাসাবাদের মুখোমুখি…অবিশ্বাস্য এক কাহিনী শোনাল মেয়েটি।
দু’জন এফ.বি.আই. এজেণ্টের ওপর দায়িত্ব পড়ল এই রহস্য উদঘাটনের। কিন্তু মায়ার অতীত যেন এক ধাঁধা। আস্তে আস্তে তাদের সামনে উন্মোচিত হতে লাগল অভাবনীয় সব তথ্য… … যেসব তথ্য নিয়ে ধন্দে পড়ে গেলো তারা।