“জীবন ও কর্ম : উসমান ইবনে আফফান রা.(দ্বিতীয় খণ্ড)” বইয়ের পিছনের কভারের কথা:
আজকের সমস্যা-সঙ্কুল পৃথিবীতে, যেখানে ভেতর এবং বাহির থেকে ইসলামের উপর নানাবিধ আক্রমণ করা হচ্ছে, মুসলমানগণ সত্যিকার অর্থেই একজন দৃঢ় ও যোগ্য নেতৃত্বের অভাবে ভুগছে। তবে সবসময়েই এ অবস্থা ছিল, তা কিন্তু নয়। ইসলামী ইতিহাসে প্রথম শ্রেণির তালিকাভুক্ত নেতার সংখ্যা অনেক।
ড. আলী মুহাম্মাদ সাল্লাবীর জীবন ও কর্ম : উসমান ইবনে আফফান রা. কিতাবে একজন অনুসরণীয় নেতার চরিত্র বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এর সঙ্গে উল্লেখ করা হয়েছে তার প্রশংসনীয় গুণাবলীও। খুলাফায়ে রাশেদীনের তৃতীয় খলীফা উসমান ইবনে আফফান রা. কীভাবে ইসলামী সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন, কুরআনের একক প্রতিলিপি তৈরি করেছিলেন এবং পরিশেষে এক জটিল পরিস্থিতিতে উদ্ভূত ফিতনাকে কীভাবে মোকাবেলা করেছিলেন—তা খুবই হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেছেন।
এতদসঙ্গে যুন্নুরাইন (উসমান রা., দুই নূরের অধিকারী)-এর খলীফা-পূর্ব জীবনের উপরও লেখক সারগর্ভ আলোচনা করেছেন। তার এই বর্ণনা এতই সাবলীল যে, রাসূল সা.-এর প্রতি তার একনিষ্ঠতা, কুরআনের সাথে তার গভীর সম্পর্ক এবং ইসলামী রাজ্যগঠনে তার উদাত্ত দানশীলতা সহজেই পাঠকের দৃষ্টিতে এক অনাবিস্কৃত সম্পদ বলে মনে হবে।