“১১৩ মিনিট” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মাদক সেবন করতে গিয়ে অপঘাতে মারা গেল মলি রর্কের কিশাের বয়সি ছেলে অ্যালেক্স। একমাত্র সন্তানের অনাকাঙ্খিত মৃত্যুতে ডিভাের্সি মলি খুব ভেঙে পড়েন। তবে তিনি জানেন, কে বা কারা তার। সন্তানের মৃত্যুর জন্য দায়ী। ছেলে হারানাের শােককে শক্তিতে রূপান্তর করলেন মা। নিজের হাতে আইন তুলে নিয়ে স্টেট পুলিশকে নাকানি-চুবানি খাইয়ে ঘাম ছুটিয়ে দিতে শুরু করলেন। সন্তানের প্রতি মায়ের মমতামাখা ভালবাসায় আঘাত এলে সেটা যে কতটা তীব্র আর ভয়ঙ্কর হয়ে প্রতিশােধের রূপ ধারণ করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ ১১৩ মিনিট।