নবিজি সম্পর্কে ধারাবাহিক লিখিত কোনো জীবনীগ্রন্থ নয় এটা, তাই নবি-জীবনের সবকিছু এখানে পাবেন না; কিন্তু এমন কিছু পাবেন যা সাধারণত অন্যত্র পাবেন না। বিশেষ করে শায়খ আলী তানতাবী রাহ.-এ হৃদয়গ্রাহী উপস্থাপনায় হিজরতের যে মর্মবাণী এতে তুলে ধরেছেন, তা অবশ্যই আপনাকে চমকে দেবে।