একটি স্বপ্ন- বাংলাদেশও মহাকাশে থাকবে। এমন স্বপ্ন দেখেছিলেন আমাদের মহান নেতা। তিনি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালে এই স্বপ্নের ভিত্তি রচিত হয়েছিল রাঙ্গামাটির বেতবুনিয়াতে। তখন থেকেই মহাকাশে আর একটি বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রার পরিপূর্ণ রূপায়ণ হচ্ছে এখন। মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ হতে যাছে। এই স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু কমনিউকেশন স্যাটেলাইট-১। বাংলাদেশ সরকার একটি প্রকল্প নিয়েছে এই স্যাটেলাইট তৈরি করার জন্য । এটি তৈরি করেছে ফরাসি কোম্পানী থেলাস এলিনিয়া। তাদের ফ্যাক্টরী ফ্রান্সের কান শহরে কান শহরটি প্যারিস থেকে এক হাজার কিলােমিটার দূরে এবং দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভূমধ্যসাগরীয় তটভূমি অঞ্চলে অবস্থিত। অবসর বিনােদনের জন্য এ শহরটি খুবই বিখ্যাত। সাগর আর ছােট ছােট পাহাড়ের সমম্বয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শহরের আশপাশের এলাকা। নীল ও স্বচ্ছ জলের সাগরপাড়ে কান শহর পর্যটকদের টানে দারুণভাবে এই পর্যটন শহরে থেলাস কোম্পানীর ফ্যাক্টরীতে আমাদের স্যাটেলাইট তৈরি হয়। তাই স্যাটেলাইট তৈরির কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলাম সেখানে। যেই স্যাটেলাইট থাকবে মহাকাশে, তা ওড়ার আগে দেখতে পাওয়া এক দুর্লভ সুযােগ। তাও আবার হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারা- যেন স্বপ্নের মত মনে হয়েছে। আবার শুধু আমাদের একটি নয়, অন্যান্য দেশের মিলিয়ে একসাথে তৈরি হচ্ছিল ৮১টি স্যাটেলাইট। নিজ চোখে না দেখলে এ অভিজ্ঞতা ও অনুভূতির কথা বলে বােঝানাে যাবেনা। কিভাবে স্যাটেলাইট তৈরি হয়, কিভাবে তা উৎক্ষেপিত হয়, কিভাবে তা মহাশূন্যে কাজ করে, কিভাবে তা পৃথিবী হতে নিয়ন্ত্রণ করা হয়- ইত্যাদি বিষয়ে একটি সাধারণ ধারণা হয়েছে আমাদের এই সফরে ।এই অভিজ্ঞতা ছিল অভূতপূর্ব এবং অত্যন্ত আনন্দের। এই সফরের কথা মনে এলেই যেন অন্যরকম অনুভূতিতে শিহরিত হই।