‘পূরাণের ভারত’ বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ ভারতীয় লেখিকা অনিতা নায়ারের জন্ম ১৯৬৬ সালে, ভারতের কেরালা রাজ্যে। চেন্নাই থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বি.এ. করেছেন তিনি। লিখেছেন লেডিস কু, মিস্ট্রেস, লেসনস ইন ফলগেটিং, ইদ্রিস: কিপার অফ লাইটসহ অজস্র বই। ২০০৪ সালে তার দ্য পাফিন বুক অফ মিথ অ্যান্ড লিজেন্ড প্রকাশিত হয়। সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার, আর্ক অফ এক্সিলেন্স পুরস্কার। এমনকি আমেরিকার পিইএন/বিয়োন্ড মার্জিন পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিলেন, সেই সাথে পেয়েছেন জার্মানির লিবারেটার প্রেইস পুরস্কার।
প্রচ্ছদ: আদনান আহমেদ রিজন