“তারাবাজি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
পৃথিবী জুড়ে আজ শুভ আর অশুভের দন্দ। আমাদের দেশেও এর ব্যতিক্রম নেই। স্বাধীনতার পরবর্তী সময়কালে আমাদের দেশে যে ভাঙচুর এবং বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছিল তার একটি খণ্ড অংশ প্রতীকি হিসেবে এই উপন্যাসে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। শুভ এবং অশুভ এই দুই প্রচণ্ড শক্তির টানাপােড়েনে শুভের জয় যে সর্বদাই মানুষের কপালে জয়তিলক বসিয়েছে- এই চিরন্তন সত্যের ব্যত্যয় নেই। তবুও যেন কোথাও একটা রহস্য থেকেই গেল।