“ইন দ্য হার্ট অভ দ্য রকিজ” বইয়ের পেছনের কভারে লেখা:সদ্যই মাকে হারিয়েছে যােলাে বছর বয়সী টম। বাবা তাে আগেই মারা গেছেন। এবার পাঁচ বােনের জন্য খাবার জোটাবে কীভাবে। সেই চিন্তায় অস্থির হয়ে গেল টম। আশার আলাে দেখাচ্ছে আমেরিকা থেকে ওদের চাচার পাঠানাে চিঠিটা। কিন্তু যাব বললেই তাে যাওয়া যায় না। বুনাে পশ্চিমের গভীরে যেতে হলে অবধারিতভাবে লড়তে হবে শত্রুভাবাপন্ন খুনে ইণ্ডিয়ানদের সঙ্গে। আরও আছে ভয়ঙ্কর প্রকৃতির সঙ্গে মরণপণ লড়াই করে টিকে থাকা। প্রাণ বাঁচানােটাই যেখানে হয়ে ওঠে একমাত্র বাস্তবতা। টম কি পেল ওর চাচার হদিশ? কিংবা স্বর্ণের সন্ধান? প্রিয় পাঠক, চলুন, রওনা হয়ে যাই বুনাে পশ্চিমের পথে।