“ঊন নয়নে অন্ধ কার মুখ” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
উন নয়নে অন্ধ কার মুখ-এর গল্পে দেখতে পাই, প্রত্যক্ষ বাস্তব এবং প্রচ্ছন্ন বাস্তবের আশ্চর্য রসায়ন। যেখানে রয়েছে চেতনা ও অতিচেতনার গাঢ় সংমিশ্রণ, বাস্তব ও কুহক বাস্তবের গভীর সংযােগ। ছােট ছােট ইমেজে জেগে ওঠে লাল পাতা ভরা গ্রাম, দুধনদী—যা সম্ভাব্য ও অসম্ভাব্যের ভেদ অতিক্রম করে আমাদের পৌছে দেয় দেশজ শিকড়ের গভীরে। মামুন অর রশীদের গল্প যেনাে রাতের বারান্দায় বসে জলের গ্লাসের সঙ্গে পরাবাস্তব গল্প করছে।