ফিল্মের জন্য অনেক প্রয়ােজনীয় গ্রন্থই বাংলাভাষায় অনুপস্থিতপ্রায়। যে কয়টা পাওয়া যায়, তার অধিকাংশ ভারতীয়। তার উপর, ইরানি ফিল্ম বিষয়ক কোনাে গ্রন্থের উপস্থিতি সন্দেহ এবং সংশয়ের বিষয়। অথচ ইরানি ফিল্ম সবিশেষ আন্তর্জাতিকতায় বেশ পার্সোনালিটি নিয়েই প্রদর্শিত হচ্ছে। সারাবিশ্ব তাদেরকে সেই জায়গাটুকু ছেড়ে দিতে বাধ্য হচ্ছে স্যালুট দিয়েই। গদ্য নয়, তত্ত্ব নয়, ছকবাঁধা কোনাে সূত্রও নয় ; একজন ফিল্মমেকারের সবচেয়ে বড় বিষয় হলাে তার অভিজ্ঞতা, ক্যামেরার সাথে যুদ্ধ এবং দিনযাপন। আর ক্যামেরার সাথে এই যুদ্ধ ও দিনযাপনের রুদ্ধ ধাশ উত্তেজনার স্বাদ কেবল পাওয়া সম্ভব সরাসরি প্রাপ্ত কথােপকথনে। বােধ করি, ফিল্মমেকারের এই যুদ্ধ-মৃত্যু-রক্ত-ঘামক্লান্তি-স্বপ্ন-ল্যান্ডমাইন-রাজনীতি আর যৌনতার সাথে পরিচিত করা এবং সাহস নামক এক দেবদারু গাছের আগুনে অন্যদের ঝলসে নেয়ার সুযােগ তৈরি করাই এই গ্রন্থের প্রণােদনা। ‘ফিল্মমেকারের ভাষা’ বাংলাভাষায় ইরানি ফিল্ম বিষয়ক গ্রন্থের অপ্রাপ্যতা দূর করবে। আন্তর্জাতিক ফিলি-মেধার সাথে আমাদের দেশীয় তারুণ্যের যােগাযােগ প্রতিষ্ঠায় সাহায্য করবে।