“‘দ্য ইনভিজিবল ম্যান’ বইয়ের সংক্ষিপ্ত কথা:
এইচ জি ওয়েলসের অন্যতম একটি বৈজ্ঞানিক কল্পকাহিনি। শিরোনামের অদৃশ্য মানব গ্রিফিন একজন বিজ্ঞানী, যিনি নিজেকে আলোকবিজ্ঞানে গবেষণার জন্য নিয়োজিত করেছেন এবং বায়ুর সাথে একটি দেহের অপ্রচলিত সূচকে পরিবর্তন করার একটি দেহের অপ্রচলিত সূচকে পরিবর্তন করার একটি উপায় উদ্ভাবন করেছেন-যার ফলে দেহ (বা যে কোনো বস্তু) নিখুঁতভাবে ফুটে ওঠে না, আলোও প্রতিফলিত হয় না এবং এভাবে অদৃশ্য হয়ে যায়। তিনি সফলভাবে এই পরীক্ষা নিজের ওপর প্রয়োগ করেন এবং অদৃশ্য মানবে পরিণত হন। এই সাফল্য তার চিন্তাধারাকে নেতিবাচক কর্মকা- ঘটাতে প্রভাবিত করে। আর এভাবেই তিনি একটি ভয়ানক ভৌতিক চরিত্রের অধিকারী হয়ে ওঠেন।