“অট্টহাসির কারখানা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর জুনায়েদ সাহেব হঠাৎ অসুস্থ্যবোধ করলে একদিন ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব উনাকে দেখে এতদিন না আসার কারণ জানতে চাইলে তিনি নিজের ব্যস্ততার কথা বললেন।
ডাক্তার সাহেব ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পূর্বের ন্যায় অতিরিক্ত ভোজন থেকে বিরত থাকতে এবং নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিলেন।
জুনায়েদ সাহেব ডাক্তারকে একটা জিনিস বাদে সবকিছু পরিমাণমতো খাচ্ছেন বলে জানালেন। ডাক্তার সাহেব সেই জিনিসটাকেও পরিমাণমতো খেতে বললেন ঠিকই কিন্তু জুনায়েদ সাহেব ডাক্তার সাহেবকে ঐ জিনিসটা পরিমাণমতো খাওয়া সম্ভব নয় বলে জানালেন।
কিন্তু কী এমন জিনিস! যা পরিমাণমতো খাওয়া সম্ভব নয়, তা জানার জন্য ডাক্তার সাহেব উদগ্রীব হয়ে পড়লেন। তিন অনেক বেশি অনুরোধ করাতে জুনায়েদ সাহেব বললেন, ‘বউয়ের ঝাড়ি’।
ডাক্তার সাহেব মুচকি হেসে বললেন, ওটা বেশি খেলেও কোনো সমস্যা নাই জনাব, কারণ এতে মিষ্টির পরিমাণ বিন্দুমাত্র নাই।