“রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
রােহিঙ্গা সমস্যা; কাশ্মীর, ফিলিস্তিন কিংবা ফিলিপাইনের মরাে মুসলমানদের মতােই একটি আন্তর্জাতিক সংকট ক্রমশ বাড়তে বাড়তে এটি এখন জাতিসত্ত্বা নিমূলের সর্বশেষ ধাপ হিসেবে বিবেচিত হয়েছে। বাংলাদেশের মিয়ানমার সীমান্ত এলাকাজুড়ে মানবতার হাহাকার। গণহত্যার ভয়াবহ স্মৃতি বহন করে লক্ষ লক্ষ মানুষ জীবন বাঁচনাের জন্য দীর্ঘকষ্টের পথ পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশের কক্সবাজার জেলার নানা স্থানে। অবুঝ শিশু, নারী-পুরুষ, বৃদ্ধ এবং অসংখ্য আহত মানুষের কান্নায় ভারি সেখানকার আকাশ বাতাস। অন্ন, বস্ত্র, চিকিৎসা তাে দূরের কথা ন্যূনতম মাথা গোঁজার ঠাইটুকুও মিলে না। মানবিক বিপর্যয়ে পতিত এ সব অসহায় নারী শিশু বৃদ্ধসহ নির্মমভাবে আহত মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ। সেইসাথে মুসলিমবিশ্বের নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক পরিমণ্ডলকে নাড়া দিয়েছে এ অমানবিকতা। আরাকানে হাজার বছরের সােনালি ইতিহাসের নির্মাতা এ সব রােহিঙ্গা জনগােষ্ঠীর এ নির্মম পরিণতি বিশ্বের সকল বিবেকবান মানুষকে আহত করলেও নিকটতম প্রতিবেশি ভারত ও চীনের ভূমিকা বিশ্ববাসীকে রীতিমত হতবাক করেছে। মানবতাবােধের কবর দিয়ে এ ধরনের গণহত্যা চালিয়ে মিয়ানমার যে অপরাধ করে চলেছে তা আধুনিক সভ্যসমাজকে বিস্মিত করেছে।