সবাই সফলতা চান, কিন্তু সফলতার জন্য বিশেষ বিশেষ গুণ ও দক্ষতার প্রয়ােজন। এর বিশেষ কৌশলও রয়েছে । এই গ্রন্থটিতে বিশ্বের প্রখ্যাত লেখক রবার্ট গ্রিনের সফলতার ৪৯ মন্ত্র এবং বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লেখক শিব খেরার ৫১ মন্ত্র নিয়ে ১০০ সফলতার মন্ত্রের অনবদ্য এক সংকলন। মন্ত্রগুলােকে আপনার জীবনে সাফল্যের সেরা উপায় বিবেচনা করুন । এখানে উল্লেখিত মন্ত্রগুলাের সাহায্যে আপনি জীবনে সফলতা অর্জনের পাশাপাশি কঠিন পরিস্থিতির মােকাবেলা করতে পারবেন। শুধু তাই নয়, বাস্তব জীবনে মন্ত্রগুলাের সঠিক ব্যবহার করে আপনি আধুনিক বিশ্বে নিজেকে নানাভাবে সমৃদ্ধ ও উন্নত করতে সক্ষম হবেন। গ্রন্থে উল্লেখিত কিছু কিছু মন্ত্রে কৌশলের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলােকে মনে হতে পারে ভদ্রতার পরাকাষ্ঠা, কিন্তু আসলে নিজ উদ্দেশ্য সাধনে সম্পূর্ণ কৌশলী। এই কৌশলগুলােই আপনাকে সফলতার শীর্ষে পৌঁছাতে সহায়তা করবে।